Saturday, February 21, 2015

That should not deprive yourself of the joy of 7 women যে ৭ টি আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয় নারীদের

একজন নারী কতো সম্পর্কেই তো জড়িয়ে রয়েছেন সকলের সাথে। কিন্তু একজন নারী এর চাইতেও বেশি পরিচিত পান তার নিঃস্বার্থতা, অপার ভালোবাসা এবং মায়া-মমতা দিয়ে। কেউ কখনোই ভেবে দেখেন নি এই নিঃস্বার্থতা এবং অপার ভালোবাসা ও মায়া-মমতার আড়ালে একজন নারী নিজেকে বঞ্চিত করছেন তার নিজস্ব কিছু প্রাপ্য থেকে। নিজের আনন্দ বিসর্জন দিয়ে শুধু অন্যের কথা চিন্তা করে চলতে পারেন একজন নারীই। কিন্তু কোন কাজটি করা উচিত এবং কোনটি উচিত নয় তা নির্বাচন করতে হবে একজন নারীকেই। নিজেকে বঞ্চিত না করে কিছু কাজের আনন্দ নেয়া উচিত সকল নারীর। ১) একটি বিষাক্ত সম্পর্কের দায় থেকে বেড়িয়ে আসার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবেন না কখনো। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই শুধুমাত্র সমাজ এবং আপন মানুষের ভয়ে সে সম্পর্ক টেনে নিজেকে কষ্ট না দিয়ে বেড়িয়ে আসুন সেই বিষাক্ত সম্পর্ক থেকে। ২) মুটিয়ে যাওয়ার কথা না ভেবে নিজের ইচ্ছে অনুযায়ী খাওয়ার আনন্দ নষ্ট করবেন না। নিজের পছন্দের খাবার না খেয়ে এবং অন্যের চোখে শুধুমাত্র একটু সুন্দর দেখানোর আশায় নিজেকে শুকিয়ে কংকাল বানানোর কোনো অর্থই হয় না। ৩) অন্যের সৌন্দর্যে ঈর্ষান্বিত না হয়ে আয়নায় দেখে নিজের প্রশংসা করার আনন্দ মাটি হতে দেবেন না দয়া করে। আপনি আপনার আপনিতেই অনেক বেশি সুন্দর। নিজেকে অন্য কারো সাথে তুলনা করে কষ্ট পাবেন না, যেখানে সৃষ্টিকর্তা আপনাকে পুরোপুরি আলাদা করে তৈরি করেছেন। ৪) যে কাজটি আপনার সাধ্যের বাইরে সেখানে না বলার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আপনার এই না বলার পেছনে কোনো লজ্জা থাকার প্রয়োজন নেই, বরং হ্যাঁ, বলে কাজটি না করতে পারার মধ্যে লজ্জা রয়েছে। ৫) নিজের ইচ্ছেটাকে হ্যাঁ, না বলে দুঃখী করবেন না নিজেকে। যদি সকলের ইচ্ছে পূরণ হয় তাহলে আপনারটাও হবে, অন্যের জন্য নিজের সবকিছু বিসর্জন দেবেন না। একটু নিজের কথাও ভাবুন। ৬) অতীতের দুঃখ ধরে রেখে কষ্ট দেবেন না নিজেকে। যা চলে গিয়েছে তা একেবারেই গিয়েছে, নতুন করে তা নিয়ে ভাবার অবকাশ না পাওয়াই আপনার বর্তমান এবং ভবিষ্যতের জন্য ভালো। ৭) শুধু আরেকজনের মত অনুযায়ী চলতে নিষেধ করার আনন্দ থেকে দূরে সরে যাবেন না। আপনিও একজন মানুষ। অন্য আরেকজনের কথা অনুযায়ী নিজেকে পরিবর্তন করে নিজের স্বত্বা মুছে ফেললে আপনার নিজেরই ক্ষতি।

No comments:

Post a Comment